মালদা

পুরাতন মালদার রাধানাথ ধর্মশালায়, বৈষ্ণব বৈষ্ণবীদের সমাগম

পুরাতন মালদার রাধানাথ ধর্মশালায় এখন চলছে বৈষ্ণব বৈষ্ণবীদের প্রচুর সমাগম। কারণ রামকেলী মেলার যোগ শেষ হওয়ার পরেই তারা চলে আসে পুরাতন মালদার রাধানাথ ধর্মশালায়।

    জানা যায়, প্রায় ১০০ বছর ধরে এখানে এই ধর্মশালায় সাধু-সন্ন্যাসীরা রামকেলী মেলা শেষ করে পুরাতন মালদার রাধানাথ ধর্মশালায় এসে হাজির হন। এবং এখানে এক রাত্রি নিবাস করে থাকেন। পরের দিন আবার কেউ কামাক্ষা কেউ-বা নিজের গন্তব্যস্থলে রওনা দেয়। বৈষ্ণব দের  সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রায় ৪০ বছর, কেউবা আবার ২০ বছর থেকে এখানে আসছেন। এখানে আসার একটাই উদ্দেশ্য এখানে বৈষ্ণব সেবা দেওয়া হয। বৈষ্ণব সেবা মানে হচ্ছে এখানে সকালের জলখাবার চিরে গুড়, মুড়ি আম এবং দুপুরে অন্নভোগ। বিভিন্ন ধরনের শাক সব্জি, ডাল, ভাত রাত্রের বেলাও সেবা দেওয়া হয়। সকাল বেলা আবার তাদেরকে জলখাবার দিয়ে প্রত্যেকের হাতে কিছু দক্ষিণা দিয়ে তাদেরকে বিদায় দেওয়া হয়। এখান থেকে তারা আবার কামাক্ষা বা নিজের গন্তব্যস্থলে রওনা দেন।

    এই বিষয়ে আশ্রয় নেওয়া ওই সমস্ত বৈষ্ণবরা জানান, তাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, বৈষ্ণব সেবা খুব আদর যত্ন সহকারে হওয়ার জন্যই তাদের এখানে আসা। এই ধর্মশালায় এবার ৪০০ থেকে ৫০০ জন বৈষ্ণব ও বৈষ্ণবী আশ্রয় নিয়েছেন বলে তারা জানান।

    এই ধর্মশালার আয়োজক অভিজিৎ রাহুত জানান যে এই ধর্মশালায় বৈষ্ণব সেবা তাদের জন্মের আগে থেকে হয়ে আসছে। আগে এটা দেখাশোনা করত তাদের বাপ-ঠাকুরদা এখন তারাই দেখাশোনা করছে। তারা যতদিন পারবে এই পরম্পরা চালিয়ে যাবে। কারণ বৈষ্ণব সেবা ও মানুষ সেবা সবথেকে বড় সেবা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/z-H2-iCT9fA